চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চলতি ২০২০-২১ অর্থবছরের জন্য ১৩ হাজার ৯৮৭ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকার সম্পূরক বাজেট জাতীয় সংসদে পাস হয়েছে। সকালে সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্পূরক বিল-২০২১ উত্থাপন করেন।
পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। সম্পূরক বাজেটের উপর বিরোধী দল- জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের ১১ জন সংসদ সদস্য ১৯০টি ছাঁটাই প্রস্তাব দেন। তবে সেগুলো কণ্ঠভোটে বাতিল হয়। বিদায়ী অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয়ের অনুকূলে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল। সার্বিকভাবে বিভিন্ন মন্ত্রণালয় খরচ করতে না পারায় ২৯ হাজার ১৭ কোটি টাকা হ্রাস পেয়ে সংশোধিত বরাদ্দ দাঁড়ায় নিট ৫ লাখ ৩৮ হাজার ৯৮৩ কোটি টাকা। গত ৩ জুন সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ হয়েছে। সেই সাথে উপস্থাপন করা হয় চলতি ২০২০-২১ অর্থবছরের সম্পূরক বাজেট।