চলমান আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লায় গণসমাবেশ কাল
- আপডেট সময় : ০৩:২৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৫৮২ বার পড়া হয়েছে
চলমান আন্দোলনের অংশ হিসেবে শনিবার কুমিল্লায় হতে যাচ্ছে বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। ইতোমধ্যেই প্রায় সব প্রস্তুতি শেষ। পরিবহন ধর্মঘট না থাকলেও দু’দিন আগে থেকেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতাকর্মী সমর্থকরা। সমাবেশ বানচালে অনেক ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লায় বিএনপির অষ্টম বিভাগীয় গণসমাবেশ। মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি শেষ করা হয়েছে। নগরী ছেয়ে গেছে নানা রঙের পোস্টার, ব্যানার ও ফেস্টুন, সুদৃশ্য তোরণে।
এদিকে চট্টগ্রাম ছাড়া আগের সব জেলায় সমাবেশগুলোকে কেন্দ্র করে দুইদিন পরিবহন ধর্মঘট থাকলেও ব্যতিক্রম ঘটেছে কুমিল্লায়।
তবে ধর্মঘট না থাকলেও যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগে থেকেই কুমিল্লায় পৌঁছেছেন নেতা-কর্মীরা।
নেতাকর্মীদের অভিযোগ, আঞ্চলিক সড়কে সীমিত যানবাহনের কারণে কিছুটা অসুবিধায় পড়েন তারা। কোথাও কোথাও চেকপোস্ট বসিয়ে হয়রানি করা হচ্ছে।
সমাবেশ বানচালে সরকার সচেষ্টা বলে অভিযোগ জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। কুমিল্লায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তাঁর।
কোন বাধাই বিএনপি’র আন্দোলন দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।