চলমান কারফিউয়ে বিপাকে রংপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা
- আপডেট সময় : ১২:৩৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
চলমান কারফিউয়ে বেশ বিপাকে পড়েছে রংপুরের ক্ষুদ্র ব্যবসায়ীরা। টানা কয়েকদিন ঘর থেকে বের হতে না পারায় পরিবার চালাতে মূলধন খরচ করে ফেলেছেন অনেকেই। আবার কেউ কেউ ঝুঁকি নিয়ে বের হলেও ক্রেতার অভাবে বেচা বিক্রি না হওয়ায় ঋণগ্রস্থ হয়ে পড়েছেন। এ অবস্থায় স্বাভাবিক পরিবেশ তৈরীর পাশপাশি আর্থিক প্রণোদনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীরা।
রংপুর মহানগরের সাতমাথা এলাকার বাসিন্দা লিয়াকত আলী। সড়কের পাশে চায়ের ছোট্ট দোকানটির উপর নির্ভরশীল পরিবারের ১৪ সদস্য। টানা সাতদিন ধরে দোকান খুলতে না পারায় মূলধন থেকে খরচ করে চালাতে হয়েছে পরিবার। এরপরে ঝুঁকি নিয়ে দোকান খুললেও মিলছে না ক্রেতা। তাই ঋণ করে চালাতে হচ্ছে সংসার।
লিয়াকত আলীর মত একই অবস্থা শহরের অন্যান্য ভ্রাম্যমান ও ক্ষুদ্র ব্যবসায়ীদের। দিনে এনে দিন খাওয়া এই সকল ক্ষুদ্র ব্যবসায়ীরা চলমান কারফিউয়ে মূলধন খরচ করে পরিবার চালাতে গিয়ে অনেকেই নতুন করে ঋণগ্রস্ত হচ্ছেন । এ অবস্থায় জীবন জীবিকার চাকা সচল রাখতে কারফিউ প্রত্যাহার চান তারা। এসব নিম্ন আয়ের মানুষদের বিশেষ সহায়তার দেয়ার দাবি শ্রমিক অধিকার আন্দোলনের এই নেতার। খেটে খাওয়া সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি রংপুরের ক্ষুদ্র ব্যবসায়ীদের ।