চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে ঝিনাইদহের ৬ পৌরসভার সড়ক
- আপডেট সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে ঝিনাইদহের ৬ পৌরসভার সড়ক। বছরের পর বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি বেশিরভাগ রাস্তা। ভাঙ্গাচোরা সড়ক আর ধুলায় ভোগান্তী চরমে পৌঁছালেও সংস্কারে কোন উদ্যোগ নেই পৌরকর্তৃপক্ষের। বাসিন্দারা বলছেন, দিনের পর দিন পেরিয়ে গেলেও কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে দায় সাড়ছেন।
ঝিনাইদহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এই সড়কটি দেখে মনে হতে পারে এটি কোন প্রত্যন্ত কোন গ্রাম বা মাঠের সড়ক। একদশকের বেশি সময় সংস্কার হয়নি এই সড়কটি। যে কারণে উঠে গেছে সড়কের পীচ। পুরো রাস্তাজুড়ে সৃষ্টি হয়েছে ছোটবড় গর্তের। এতে ভোগান্তীতে পড়তে হচ্ছে সড়কে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দাদের।
ঝিনাইদহ পৌরসভার মতই হরিণাকুন্ডু, শৈলকুপা, কালীগঞ্জ, মহেশপুর ও কোটচাঁদপুরের সড়কগুলোরও একই হাল। বাসিন্দারা বলছেন, সময়মত পৌরকর পরিশোধ করলেও বছরের পর বছর পেরিয়ে গেলেও উন্নয়ন করা হয়না সড়কগুলো।
জনদুর্ভোগ কমাতে দ্রুত সড়কগুলো সংস্কারের কথা জানান পৌরমেয়র।
ঝিনাইদহের ৬টি পৌরসভার মধ্যে ৪টি প্রথম শ্রেণীর ও ৪টি রয়েছে ২য় শ্রেণীর পৌরসভা।