চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বগুড়ার বেশিরভাগ সড়ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৫৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বগুড়ার বেশিরভাগ সড়ক। দীর্ঘদিন ধরে সংস্কারের উদ্যোগ নেই। সড়কগুলো এখন মরণ ফাঁদ। সীমাহীন দুর্ভোগে পড়েছে যাত্রীরা। পৌর কর্তৃপক্ষ বলছে অর্থের অভাবে সড়ক মেরামত করা যাচ্ছে না।
খানাখন্দকে ভরপুর বগুড়া শহরের বেশিরভাগ সড়ক। নাটাই পাড়া,কইপাড়া, চেলোপাড়া, গালাপট্টিসহ অনেক সড়কের এখন বেহাল দশা। সড়কের পিচ উঠে গেছে, বিভিন্ন স্থানে তৈরি হয়েছে ছোট-বড় অনেক গর্ত।হালকা বৃষ্টিতেই পানি জমছে। দীর্ঘদিন ধরে চলছে এই অবস্থা।
সড়কে চলাচলকারী যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবার সড়কেই বিকল হচ্ছে যানবাহন।
সরকারী বরাদ্দের অভাবে সড়ক সংস্কার করা যাচ্ছেনা,জানালেন পৌরসভার প্যানেল মেয়র।
সড়ক সংস্কারে দ্রুত উদ্যোগ দেখতে চান এলাকাবাসী।