চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাভারের বনগাঁও ইউনিয়নের প্রধান সড়ক
- আপডেট সময় : ০১:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
চলমান উন্নয়ন কাজ বন্ধ হয়ে যাওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সাভারের বনগাঁও ইউনিয়নের প্রধান সড়ক। জন প্রকৌশল অধিদপ্তরের অন্তভূক্ত নির্মাণাধীন এ সড়কের কাজ জটিলতার কারণে বন্ধ হয়ে গেছে। জটিলতা কাটিয়ে খুব শিগ্রী সড়কের কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারের প্রতিনিধি।
সড়ক নির্মানকাজ শুরুর কিছুদিন যেতে না যেতেই রহস্যজনক কারনে কাজ ফেলে সটকে পড়ে ঠিকাদারী প্রতিষ্ঠান। প্রায় ৫ কিলোমিটার সড়কটির কাজ অসম্পূর্ণ রেখে চলে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা।
স্থানীয় বাসিন্দা আর যাত্রীরা জানালেন, কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন। স্থানীয় জনপ্রতিনিধিরাও সমস্যা সমাধানে এগিয়ে আসেনি।
সড়কে চলতে গিয়ে নানা বিপত্তির কথা জানান পরিবহণ চালকরা।
রাস্তা বন্ধের দায় স্বীকার করে স্থানীয় সরকারের এ প্রতিনিধি জানালেন, জনপ্রকৌশল অধিদপ্তরের অধীনে নির্মানাধীন এ সড়কটির কাজ খুব শীঘ্রই ফের শুরু হবে।
সংশ্লিষ্টদের হস্তক্ষেপে দ্রুতই শুরু হবে সড়ক নির্মানের কাজ, ভোগান্তি থেকে মুক্তি মিলবে মানুষের-এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর।