চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বগুড়া-তরণীহাট সড়ক
- আপডেট সময় : ০২:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বগুড়া-তরণীহাট সড়ক। এতে পূর্ব বগুড়ার তিন উপজেলায় সড়ক যোগাযোগ কষ্টকর হয়ে পড়েছে। দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হাজার হাজার মানুষ। এদিকে, অচিরেই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
পূর্ব বগুড়ার যমুনা নদী তীরবর্তী সারিয়াকান্দি থেকে ধুনট উপজেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলো বগুড়া-তরণীহাট সড়ক। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল এই পথে। চলাচল করে শত শত হালকা ও ভারী যানবাহন। এক বছরেরও বেশি সময় ধরে এ সড়কের পিচ উঠে গেছে। সড়ক জুড়ে ভরে গেছে খানাখন্দে।
ফলে চলাচলে মানুষের দূভোর্গসহ বেড়েছে সময় আর খরচ। সড়কে যানবাহন ভেঙ্গে পড়ে থাকছে মাঝেমধ্যেই। আর্থিক বরাদ্দ পাওয়া গেছে, অচিরেই সংস্কার কাজ শুরু হবে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।
জনদুর্ভোগ কমিয়ে অর্থনৈতিক গতিশীলতা বাড়াতে দ্রুত সড়ক সংস্কার করা প্রয়োজন বলে মনে করেন স্থানীয় মানুষ।