চা খাতে বাংলাদেশের নতুন রেকর্ড
- আপডেট সময় : ০৭:৩৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চা উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। চলতি বছর অতীতের সকল রেকর্ড ভেঙে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছে। কর্তৃপক্ষ বলছে, বাগান সম্প্রসারণ, নতুন করে বিনিয়োগ এবং বাগান উন্নয়নে মালিকদের কার্যকরি নানামুখি পদক্ষেপের কারণেই এবার চা শিল্পে বিস্ময়কর সফলতা এসেছে।
অতীতের সকল রেকর্ড ভেঙে চলতি ২০২১ সালে সর্বোচ্চ ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা বাংলাদেশে উৎপাদন হয়েছে। দেশের ১৬৭টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান মিলে বছর শেষে ভেঙেছে ২০১৯ সালের উৎপাদনের সর্বোচ্চ রেকর্ড।
চা উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহারসহ সংশ্লিষ্টদের নানামুখী উদ্যোগেই মিলছে অভাবনীয় সফলতা।
সারাদেশের মধ্যে ৭০ ভাগ চা উৎপাদন হয় মৌলভীবাজারের ৯২টি বাগানে আর অতিরিক্ত উৎপাদনে খুশি মালিক শ্রমিক উভয়েই। তবে চোরাই পথে নিম্মনানের চা দেশে আসায় নিলামে তারা কাংখিত দাম পাচ্ছেন না।
উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে দ্রুত বাংলাদেশ বছরে ১০ কোটি কেজি চা উৎপাদনের তালিকায় স্থান করে নেবে। তবে এখনও বাজারে করোনার প্রভাবের কথা জানালের এই কর্মকর্তা।
রেকর্ড উৎপাদনে ক্ষুদ্রায়তন চা চাষ বৃদ্ধির প্রচলনসহ ও চা বোর্ডের বেশ কিছু উন্নয়নমূলক কর্মকান্ডের কথা হাসাস বোর্ড সংশ্লিষ্টরা।
উচ্চ ফলনশীল জাতের চা চাষ বাড়ানোসহ নানামুখি পদক্ষেপে আগামীতে উৎপাদন আরও বাড়বে বলে মনে করেন চা বিজ্ঞানীরা।
১৮৫৪ সালে সিলেটের মালিনীছড়া চা-বাগানের মাধ্যমে প্রথম বাণিজ্যিকভাবে চা চাষ শুরু হয়। সারাদেশ বর্তমানে ১৬৭টি চা বাগান রয়েছে।