চাঁদপুরে জোরপূর্বক কিশোরী ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের ঘটনায় ৪ জনকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
চাঁদপুরের হাজীগঞ্জে জোরপূর্বক কিশোরী ধর্ষণ ও অবৈধ গর্ভপাতের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
গেলরাতে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ থেকে তাদেরকে আটক করা হয়। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদের একটি ময়লা ফেলার গ্যারেজ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সুপার জানায়, ভিকটিমের নানা হয় ধর্ষক সিরাজুল ইসলাম। ধর্ষণের ফলে ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে বিষয়টি ধামাচাপা দিতেই অবৈধ গর্ভপাতের পরিকল্পনা করে তারা। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ।