চাঁদপুরে বারিড পাইপের মাধ্যমে সেচ দেয়া হবে
- আপডেট সময় : ০২:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
পানির অপচয় রোধ ও উৎপাদন খরচ কমাতে চাঁদপুরে বারিড পাইপের মাধ্যমে সেচ দেয়া হবে ৫০ হাজার একর জমিতে। ইতোমধ্যে ৩৪ হাজার মিটার পাইপের কাজ শেষ হয়েছে। ড্রেনের বিকল্প হিসেবে মাটির নিচ দিয়ে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করা হবে।
বিএডিসির চাঁদপুর-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সেচ প্রকল্পের আওতায় স্থাপন করা হচ্ছে বারিড পাইপ। এতে উৎপাদন খরচ ও পানির অপচয় কমবে। জমির সীমানা দিয়ে নালার মাধ্যমে পুরনো সেচ ব্যবস্থায় শতাংশ প্রতি খরচ হয় প্রায় ৫০ টাকা। বারিড পাইপে খরচ হবে মাত্র ৩৩ টাকা। এতে বেশ খুশি কৃষক।
পুরো জেলায় ভূগর্ভস্থ সেচনালা বা বারিড পাইপ প্রকল্প বাস্তবায়ন হলে কৃষক উপকৃত হবে বলে জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০২০-২১ অর্থ বছরে মতলব ও কচুয়ায় পাঁচ কিউসেক করে, হাজীগঞ্জে দুই কিউসেক, শাহরাস্থিতে এক কিউসেকসহ মোট ২৪ টি নতুন বারিড পাইপ স্থাপন করা হয়েছে। এছাড়াও, পুরনো ১৩ টি বর্ধিত করা হয়েছে। চলতি বছর প্রতিটি স্কিম সাড়ে তিন লাখ টাকা খরচে ৩৪ হাজার মিটার বারিড পাইপ স্থাপন করা হয়েছে।