চাঁদপুরে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ
- আপডেট সময় : ০১:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
এদিকে..চাঁদপুরেও বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ। নারী-পুরষ ও শিশুসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। এদের বেশিরভাগই ঈদ ছুটিতে ঢাকা থেকে এসেছে। আশঙ্কাজনক অনেককে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ডেঙ্গু সচেতনতায় বর্ষা মৌসুমে বাড়ির আঙিনা পরিস্কার রাখার পরামর্শ চিকিৎসক ও জনপ্রতিনিধিদের।
রাজধানীর একটি মাদ্রাসার শিক্ষার্থী জুবায়ের। ডেঙ্গু আক্রান্ত হয়ে গ্রামের বাড়ীতে এসেছে সে । ডেঙ্গু জ্বর বাড়ায় ভর্তি হয়েছেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। তার মতো ঢাকা থেকে ঈদ ছুটিতে আসা প্রায় অর্ধশতাধিক মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন । প্রতিদিনই ৩ থেকে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। গেল এক সপ্তাহ ধরে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নারী-পুরুষ মিলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩১ জন। মশারি টাঙ্গিয়ে ডেঙ্গু আক্রান্ত রোগীদেরকে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় সরকারি এই হাসপাতালটিতে আলাদা করে পুরুষ ও মহিলা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়াও খোলা হয়েছে হেল্পডেস্ক ।
অন্তত তিনদিন পর পর বাসা-বাড়ী ও শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতার তাগিদ দিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
জেলার আট উপজেলায় পৌরসভায় মশা নিধনে বিভিন্ন সময় স্প্রে করা হলেও গ্রাম-গঞ্জে মশা নিধনের কোন পদক্ষেপ দেখা যায়নি। ডেঙ্গু আক্রান্ত রোধ করতে জেলায় জনসচেতনতা বাড়ানোর আহবান বিশিষ্টজনদের।