চাঁদপুরে মাসব্যাপী পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
চাঁদপুরে মাসব্যাপী পুলিশ নারী কল্যাণ সমিতির পুনাক শিল্প ও পণ্য মেলা শুরু হয়েছে।
মেলায় কুটির শিল্প, হস্তশিল্প, প্রসাধনী, খাবারসহ শিশুদের নানা ধরনের রাইড ও বিভিন্ন পণ্যের শতাধিক স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার পরিদর্শনের জন্য উন্মুক্ত। পুলিশ নারী কল্যাণ সমিতি- পুনাকের উদ্যোগে চাঁদপুর আউটার স্টেডিয়ামে আয়োজিত এ মেলা আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে। গতরাতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী এ মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, পৌরমেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আরো অনেকে।