চাঁদপুরে ১ হাজার ৪৪ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চাঁদপুরে ১ হাজার ৪৪ কেজি বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়।
ভোরে চাঁদপুর হরিনা ফেরিঘাটে নৌ-পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চিংড়ি জব্দ করা হয়। হরিনা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসটি তল্লাশি করে ভেতরে থাকা ২৮টি ককশিট বোঝাই এই পরিমাণ চিংড়ি উদ্ধার করা হয়।
এ সময় গাড়ি চালক রাজু পাল ও হেলপার মোহাম্মদ আবু সিদ্দিককে আটক করা হয়। খুলনা, বাগেরহাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি মাছ চাঁদপুর হরিনা ঘাট হয়ে বিভিন্ন জেলায় পাচার করে অসাধু ব্যবসায়ী।