চাঁদপুরের চার উপজেলায় মোবাইল এ্যাপসের মাধ্যমে শুরু হয়েছে অনলাইনে আমন ধান ক্রয়
- আপডেট সময় : ০১:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ২ জানুয়ারী ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের চার উপজেলায় মোবাইল এ্যাপসের মাধ্যমে শুরু হয়েছে অনলাইনে আমন ধান ক্রয়। অথচ প্রচার প্রচারণার অভাবে কৃষকরা জানে না নতুন এ প্রক্রিয়া সম্পর্কে। তাই সরকারের কাছে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারছে না অধিকাংশ কৃষক। যদিও সংশ্লিষ্ট দপ্তর বলছে, সরকারিভাবে ধান ক্রয়ে যাদে তৃতীয় পক্ষের প্রবেশ ঠেকাতে নতুন এই প্রক্রিয়া।
সরকারি নির্দেশ অনুযায়ি এ্যাপসের মাধ্যমে চাঁদপুরে ২০ ডিসেম্বর থেকে আমন ধান ক্রয় শুরু হয়েছে। ইতোমধ্যে নিবন্ধনকৃত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিক্রেতা নির্ধারণ করা হয়েছে। যদিও প্রত্যেক কৃষক ৩ টন পরিমাণ ধার বিক্রির সুযোগ পেলেও বেশিরভাগ কৃষকেরই এতো ধান বিক্রির সামর্থ নেই। অনেক কৃষকই অনলাইনে নিজের নাম নিবন্ধন করতে না পারায় সরকারের ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে রয়েছে শঙ্কা।
অনলাইন সম্পর্কে কৃষকের অজ্ঞতার করনে এ্যাপস-এর মাধ্যমে তালিকাভুক্তরা প্রকৃত কৃষক কিনা সেক্ষেত্রে শতভাগ নিশ্চিয়তা দিতে পারেনি কৃষি বিভাগ।
এ বছর কৃষক অ্যাপসে ১৩’শ ৯ জন নিবন্ধন করেছে। যার মাধ্যে লটারির মাধ্যমে ২১৩ জনকে নির্বাচিত করা হয়ছে। এখনো পর্যাপ্ত সময় রয়েছে তাই লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে জানায় খাদ্য বিভাগ।
এ বছর চাঁদপুরের চার উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১হাজার ৭টন। এ পর্যন্ত ধান ক্রয় করা হয়েছে মাত্র ১৮টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ধান ক্রয় কার্যক্রম।