চাঁপাইনবাবগঞ্জের আম বাগান গুলিতে এখন মৌ মৌ ঘ্রান
- আপডেট সময় : ০৭:৩০:১৪ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের আম বাগান গুলিতে এখন মৌ মৌ ঘ্রান। গত মৌসুমে আম উৎপাদন হয়েছিল বেশী। তবে এবার অল্টারনেটিভ বেয়ারিং হবার কারনে আম উৎপাদন কম হওয়ার সম্ভাবনা আছে। এমন ধারনা চাষী ও কৃষি বিভাগের। কোথাও কম কোথাও বেশী,সব মিলিয়ে ৬০ ভাগ মুকুল এসেছে গাছে। যা গত মৌসুমে একই সময় ছিল ৯৫ ভাগ। আমের বাগান গুলিতে এখন ব্যাস্ত সময় পার করছেন আম উৎপাদনকারীরা।
যত্ন ও পরিচর্যা নিয়ে বাগানে বাগানে ব্যাস্ত সময় পার করছেন আম চাষী ও বাগান মালিকরা। মুকুলিত হবার জন্য যে তাপমাত্রা দরকার তা এবার দেরীতে হওয়ায় গাছে মুকুল কম এসেছে বলে মনে করছেন কেউ কেউ।
আম অল্টারনেটিভ বেয়ারিংয়ের ফুড হবার কারণে এবার উৎপাদন কম হওয়ার আশংকা রয়েছে। ৩৮ হাজার হেক্টর আম বাগানের মধ্যে জেলা কৃষি বিভাগের আম উৎপাদনে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সোয়া ৩ লাখ মেট্রিক টন ।
জেলায় এবছর মোট উৎপাদিত আমের মধ্যে ৫৫ ভাগ উৎপাদিত হয় শিবগঞ্জে।