চাকরিচ্যুত মেজর জিয়াসহ আটজনের বিরুদ্ধে কিছুক্ষনের মধ্যে রায় ঘোষণা করা হবে
- আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৬২৪ বার পড়া হয়েছে
রাজধানীর কলাবাগানে ২০১৬ সালের ২৫ এপ্রিল জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে হত্যার অভিযোগে দায়ের মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে জিয়াসহ আটজনের বিরুদ্ধে কিছুক্ষনের মধ্যে রায় ঘোষণা করা হবে। মামলার ৪ আসামীকে এজলাসে নেয়া হয়েছে। এ মামলার রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করার আশা করেছে বাদীপক্ষ।
আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার ঢাকার সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমানের আদালত মামলার রায় ঘোষণা করবেন। এই মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন জুলহাস মান্নান এবং তনয়ের স্বজনরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। তাই আসামিদের সর্বোচ্চ সাজা আশা করছেন তারা। মামলার বাদী জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন গণমাধ্যমকে বলেছেন, তারা এই হত্যার ন্যায়বিচার চান। যে বা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং এই ঘটনা ঘটিয়েছে, তা জঘন্য অপরাধ। আমরা চাই, রায়ে যেন আসামিদের সর্বোচ্চ সাজা যেন নিশ্চিত করা হয়।’