চাঞ্চল্যকর দিনমজুর হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২
- / ১৬৩৯ বার পড়া হয়েছে
শেরপুরের শ্রীবরদীতে চাঞ্চল্যকর দিনমজুর শেখবর আলী হত্যার ঘটনায় প্রধান আসামি জাকির হোসেন জিকোকে গ্রেপ্তার করেছে রেপিড এ্যাকশন ব্যাটালিয়ান রেব।
সকালে জামালপুর রেব অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিকউজ্জামান। বলেন জমিসংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে শেখবর আলী ও জাকির হোসেন জিকোর বিরোধ চলছিল। এরই জেরে বুধবার সন্ধ্যায় শেখবরকে কুপিয়ে হত্যা করে জিকোসহ অন্যান্যরা। এ ঘটনায় রেব ছায়া তদন্ত শুরু করে এবং মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে গত রাতে শ্রীবরদীর বালিজুড়ি গহীন অরণ্য থেকে প্রধান আসামি জিকোকে গ্রেপ্তার করে রেব। এর আগে বৃহস্পতিবার রাতে মামলার আরেক আসামি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান রাজাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। এ নিয়ে ওই মামলায় মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।