চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ খুনের ঘটনায় চার আসামির বিচার শুরু
- আপডেট সময় : ০৯:২৮:২০ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার সিদ্ধেশ্বরীতে চাঞ্চল্যকর সগিরা মোর্শেদ খুনের ঘটনায় চার আসামির বিচার শুরু হয়েছে। বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন।
গত ২৬ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে অভিযোগ গঠন আংশিক শুনানি হয়। বুধবার এই শুনানি শেষে অভিযোগ গঠন করে ১১ জানুয়ারি থেকে সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য্য করে আদালত। আদেশে চার আসামি হলেন- নিহত সগিরা মোর্শেদের ভাসুর ডা. হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা ওরফে শাহীন, হাসান আলীর শ্যালক আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি মারুফ রেজা। এই ঘটনার ৩০ বছর পর রহস্য উদঘাটন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চারজনের বিরু দ্ধে গত ১৪ জানুয়া রি আদাল তে অভিযোগপত্র দেয়। এক হাজার ৩০৯ পৃষ্ঠার অভি যোগপত্র রাষ্ট্রপক্ষে মোট ৫৭ জনকে সাক্ষী করা হয়েছে। ১৯৮৯ সালের ২৫ জুলাই সগিরা মোর্শেদকে হত্যা করা হয়।