চার ঘন্টার চেষ্টায় বনানীর ছয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
- আপডেট সময় : ০৮:১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর ১৫টি ইউনিটের চার ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ির অগ্নিকান্ড। তবে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। ভবনে অনেক দাহ্য পদার্থ থাকায়, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বলে জানিয়েছে, ফায়ার সার্ভিস। বিল্ডিং কোড ছাড়া নির্মিত ভবন ও তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।
ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ির এই ভবনে আগুন ধরে বেলা ন’টার দিকে। ভবনের তৃতীয় তলা থেকে আগুন ছড়ায় দ্বিতীয় তলায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। পরে ফায়ার সার্ভিস ও বিমান বাহিনীর আরো ১০টি ইউনিট যুক্ত হয় উদ্ধার কাজে।
ভবনে প্রচুর দাহ্য পদার্থ ছিল। যে কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়। উদ্ধার কাজে পানি সংকটও দেখা দেয়।
অগ্নিকান্ডের পর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পরে অফিসমুখী মানুষ।
ঘটনাস্থল পরিদর্শনে এসে ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম জানান, ভবন নির্মানে বিল্ডিং কোড মানা হয়নি।
প্রায় চার ঘন্টায় চেষ্টায় বেলা একটার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
ঘটনা তদন্তে গঠিত চার সদস্যের কমিটিকে, আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।