তিন জেলায় আলাদা ঘটনায় চার’জনের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৬:৫০:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
পাবনা সাভার আশুলিয়া ও ঝালকাঠিতে আলাদা ঘটনায় চার’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গেলরাতে পাবনা সদর উপজেলার ভাড়ারার খাঁ পাড়ার বাড়িতে গিয়ে হুকুম আলীকে ডাকেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এ সময় ঘর থেকে বাইরে বের হওয়া মাত্র তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। অপরদিকে, গেল রাত ১১টার দিকে সদর উপজেলার আতাইকুলা ধর্মগ্রাম বাজারের একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন মজনু। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সাভারের আশুলিয়ার ঘোষবাগে স্বামীকে গলাকেটে হত্যার অভিযোগে তাসমিরা আক্তার নামে এক গৃহবধূকে আটক করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। ভোরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই দম্পতির ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।
এদিকে, ঝালকাঠির রাজাপুরের বিষখালি নদীতে পড়ে নিখোঁজের ৩ দিন পর রাকিব হাওলাদার নামে এক কলেজ ছাত্রে লাশ উদ্ধার করেছে স্বজনরা।
সকালে উপজেলার চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট সংলগ্ন দক্ষিন পাশের বিষখালি নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে ৩ জুন রাত সোয়া ৮ টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের বাদুরতলা বাজার এলাকার লঞ্চঘাটের পল্টুন এলাকা থেকে বিষখালি নদীতে পড়ে নিখোজ হন রাকিব।