চার দিনের ভারত সফরে দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর সাড়ে বারোটায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশের ভিভিআইপি ফ্লাইটটি।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম জারদোশ এবং বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান। এর আগে সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান ৩ বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা।
তিন বছর পর তার এ সফরে বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, রোহিঙ্গা সমস্যা প্রাধান্য পাবে। ৭টি সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।