চার বছর পর নিরাপত্তা সংলাপে বসেছে চীন ও জাপান
- আপডেট সময় : ০২:২৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮২৯ বার পড়া হয়েছে
চার বছর পর আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা সংলাপে বসেছে চীন ও জাপান। জানা যায়, সম্প্রতি টোকিওর সামরিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন বেইজিং।
অন্যদিকে রাশিয়া-চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ও নজরদারি বেলুনের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন জাপান। এসব বিষয় নিয়ে সৃষ্ট উত্তেজনা কমাতেই বুধবার দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়।
জানা যায়, ইউক্রেনে রাশিয়ার আক্রমণ দেখে চীনও একইভাবে তাইওয়ানের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করতে পারে। এতে উদ্বিগ্ন জাপান।
কারণ, এটি টোকিও-ওয়াশিংটনের সঙ্গে চীনের যে বৈরী সম্পর্ক তা আরো বাড়িয়ে দিতে পারে ও বিশ্ববাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটাতে পারে। প্রতিরক্ষা খাতে ব্যায় দ্বিগুণ করে মোট ৩২ হাজার কোটি ডলার ব্যয় করবে জাপান। চীনের মূল ভূখণ্ডে আঘাত হানার সক্ষমতাসম্পন্ন দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনাও নিয়েছে টোকিও।
এমনকি, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করে আরও যুদ্ধাস্ত্র মজুত করতে পারে জাপান। এসবই করা হবে চীনকে সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখতে।
অন্যদিক, বেইজিং গত বছর তার প্রতিরক্ষা ব্যয় ৭ দশমিক ১ শতাংশ বাড়িয়েছে। তাছাড়া সশস্ত্র বাহিনীর জন্য দেশটি জাপানের তুলনায় চারগুণ বেশি অর্থ খরচ করেছে।