চারুকলা ইন্সটিটিউট থেকে বের হয়নি মঙ্গল শোভা যাত্রা
- আপডেট সময় : ০৭:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
আজ বাংলা নববর্ষের প্রথমদিন-পহেলা বৈশাখ হলেও করোনারভাইরাসে আক্রান্তের ভয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউট থেকে বের হয়নি মঙ্গল শোভা যাত্রা। রমনার বটমূলও রয়েছে জনশূণ্য।একান্ত প্রয়োজন ছাড়া ঢাকার সড়কে নেই সর্বসাধারণের উপস্থিতি। জীবন জীবিকার প্রয়োজনে সড়কে রিক্সা নিয়ে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষ। আর ঘরে থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগের তুলনায় কমেছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।
ভোরের সূর্য উদয়ের সাথে সাথে শুরু হয়েছে নতুন বাংলা সন ১৪২৭। পহেলা বৈশাখ উদযাপনে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা, টিএসটি, রাজু ভাস্কর্য,রমনার বটমূলে চলে দিনভর বর্ষবরণের নানা আয়োজন। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সরকারি বিধিনিষেধে এবার এসব এলাকার নেই কারো উপস্থিতি-নেই বৈশাখী উচ্ছাস।
সংক্রমন ঠেকাতে, অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়নি নগরবাসী।
গণপরিবহন বন্ধ থাকায় জরুরি যারা জরুরি কাজে বের হন তাদের পোহাতে হয় বিড়ম্বনা। সীমিত কিছু রিক্সা চালায় নিন্ম আয়ের মানুষ।
নগরবাসীর ঘরে থাকা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল দেয় সেনা সদস্যরা। আগের তুলনায় সড়কে তৎপরতা কম থাকলেও, দু’এক জায়গায় তল্লাশী চালায় পুলিশ।
কঠোর নজরদারি না হলে, ঘর থেকে নগরবাসীর বেড়োনো বাড়বে-বলেই মনে করেন সবাই।