চার্টার্ড হিসাব রক্ষকদের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আহবান
- আপডেট সময় : ০৮:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চার্টার্ড হিসাব রক্ষকদের সরকারী ও বেসরকারী খাতে অ্যাকাউন্টের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
বিকেলে ঢাকার একটি হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ আয়োজিত সাউথ এশিয়ান ফেডারেশন অফ অ্যাকাউন্ট্যান্টস-এর আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে এ আহবান জানান তিনি। এসময় দেশের সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে চার্টার্ড হিসাব রক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাদের ভূমিকা কেবলমাত্র কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নয়, সম্মিলিত স্বার্থ ও কল্যাণের জন্য হওয়া উচিত। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিএএম সভাপতি এম নেছারউদ্দিন এএফসি, সাফার সভাপতি ড. জগমোহন রাওসহ সার্কভুক্ত দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।