চালের বাজারে মিলছে না স্বস্তি
- আপডেট সময় : ০৭:৫৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাম্পার ফলনে উৎপাদন বাড়ার দাবি করা হলেও চালের বাজারে মিলছে না স্বস্তি। চাল কিনতে নাভিশ্বাস উঠছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের। কয়েক সপ্তা ধরে কেজিতে চালের দাম বেড়েছে ৩ থেকে ৪ টাকা। আর ৫০ কেজির বস্তাপ্রতি বেড়েছে ২শ’ টাকা। এতে ক্রেতারা ক্ষুব্ধ হলেও বরাবরের মতই মিল মালিকদের সিন্ডকেটকেই দায়ী করলেন ব্যবসায়ীরা। শীতের তীব্রতা বাড়ায় ক্রেতা শুন্যের অজুহাতে কেজিতে ১শ’ টাকার উপর বিক্রি হচ্ছে কাচাঁমরিচ সহ কয়েক জাতের সবজি।
গত কয়েক দিনে শীতের তীব্রতা বাড়ায় ক্রেতা শুন্যের অজুহাতে কেজিতে ১ শ টাকার উপর বিক্রি হচ্ছে কাচাঁ মরিচ, নতুন টমেটো সহ কয়েক প্রকার সবজি । তবে এখনও অপরিবর্তিত আছে পুরাতন আলু ও পেঁয়াজের দাম । চালের বাজার দফায় দফায় ২-৩ টাকা করে বেড়ে কেজিতে ঠেকেছে ৮ টাকা আর প্রতি বস্তা ৩ শ থেকে সাড়ে ৩ শ টাকায় ।এতে নিম্ন আয়ের মানুষ ক্ষুব্ধ হলেও ব্যবসায়ীরা দায়ী করলেন মিল মালিকদের ।
মাছের বাজারে সরবরাহ যথেষ্ট। রুই কতলাসহ সব ধরণের মাছে ৪০ থেকে ৪৫ টাকা কমলেও ছোট মাছে কেজিতে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা। আর ১ কেজি ওজনের ইলিশ হালিতে বিক্রি হচ্ছে ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকায় । মাংসের বাজার কিছু চড়া হলেও গরু মাংস বিক্রি হচ্ছে আগের দামে। আর খাসি কেজিতে সাড়ে ৮ থেকে ৯ শ টাকা কেজি দরে কিক্রি হচ্ছে এবং কয়েক জাতের মুরগী দাম সহনীয় থাকলেও দেশী মুরগী ৪ শ, ব্রয়লার ১২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ।
গত সপ্তা সয়াবিন তেল লিটারে ২০ টাকা বেড়ে ১২০ টাকা বিক্রি হলেও এখনও বিক্রি হচ্ছে সেই দামে। তবে বেশ কিছু দিন আগে থেকে চড়া দামে বিক্রি হচ্ছে নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যে ।