চিংড়ি চাষী ও প্রভাবশালীদের বাধায় ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ৮৩ নদী-খাল খনন প্রকল্প
- আপডেট সময় : ১১:৫৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের রামপালে চিংড়ি চাষী ও প্রভাবশালীদের বাধায় ব্যাহত হচ্ছে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ৮৩ নদী-খাল খনন প্রকল্প। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি খালের খনন কাজ। নানা প্রতিবন্ধকতায় খনন বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
সম্প্রতি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের ইয়াছিন খালের ২ কিলোমিটার খননের জন্য দরপত্র আহবান করা হয়। দুই কিলোমিটার খালের ওপর ২০টিরও বেশি অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। পানি উন্নয়ন বোর্ড রেকর্ড অনুযায়ী লাল পতাকা টাঙিয়ে খালের সীমানা নির্ধারণ করে কাজ শুরু করা হলে প্রভাবশালীরা বন্ধ করে দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ইউনুছ এন্ড ব্রাদার্স প্রতিনিধিকে মারধরও করেছে তারা। বর্তমানে খালটির খন কাজ বন্ধ রয়েছে।
উপজেলা প্রশাসন বলছে, শিগগিরই সমস্যার সমাধান করে পুনরায় খাল খনন কাজ শুরু করা হবে। পানি নিস্কাশনসহ কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে খালটি জরুরিভিত্তিতে পুরোপুরি খনন করা প্রয়োজন বলে এলাকাবাসীর দাবি।
আপস: