চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে, সরকারকেই দায় নিতে হবে : আমীর খসরু
- আপডেট সময় : ০৭:২৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
দুর্নীতির সব রেকর্ড ভেঙ্গে সরকার দেশের সব খাতকে ধ্বংস করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চিকিৎসার অভাবে খালেদা জিয়ার কিছু হলে, সরকারকেই দায় নিতে হবে। আর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আদালতকে ব্যবহার করে বিচারিক সন্ত্রাস চালাচ্ছে সরকার। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি অভিযোগ করেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করছে সরকার।
এর আগে, কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে তার রোগমুক্তি কামনায় মিলাদ মাহফিলে আয়োজন করে বিএনপি।
এসময় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
ঠাকুরগাঁও শহরের কালিবাড়ীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভায় যোগদেন দলের মহাসচিব।
বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, একরতফা নির্বাচন করতে দেয়া হবে না।a
বিএনপি মহাসচিব দলের চেয়ারপার্সনের উন্নত চিকিৎসা ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, প্রচলিত বিচার ব্যবস্থায় খালেদা জিয়া সম্পূর্ণ জামিন পাওয়ার যোগ্য।
দেলাওয়ার হোসাইন সাঈদীর সঠিক চিকিৎসা নিয়েও সংশয় জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।