চিরচেনা রূপে ফিরেছে পর্যটন নগরী কক্সবাজার
- আপডেট সময় : ০২:০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪০ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ রোধে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চিরচেনা রূপে ফিরেছে পর্যটন নগরী কক্সবাজার। দেশী-বিদেশী পর্যটকের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলো।
শুক্রবার ছুটির দিনে সৈকত শহরে অবস্থান করছেন লক্ষাধিক পর্যটক। শনিবার পর্যন্ত বুকিং হয়ে গেছে বেশিরভাগ হোটেল-মোটেলের কক্ষ। যদিও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ ৫০ শতাংশ রুম বুকিং দেয়া যাবে।সমুদ্র স্নান, বালিয়াড়িতে দৌড়ঝাঁপ, সূর্যাস্ত দেখাসহ আনন্দমুখর সময় পার করছেন তারা। লাবণী পয়েন্ট, সুগন্ধা, কলাতলী ও কবিতা চত্বর বীচ পয়েন্টে হাজার-হাজার পর্যটকদের উপস্থিতি দেখা গেছে। জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ সৈকতে আসা পর্যটকদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কাজ করছেন। এদিকে, অল্প সময়ে নিরাপদ এবং সহজ মাধ্যম হওয়ায় আকাশ পথের যোগাযোগ ব্যবস্থাতেও আগ্রহী হয়ে উঠেছেন পর্যটকরা। ১৯ আগস্ট থেকে শর্তসাপেক্ষে খুলে দেয়া হয় পর্যটন নগরী কক্সবাজারসহ দেশের সবগুলো বিনোদন কেন্দ্র।