চীন এবং রাশিয়ার তৈরি ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ মার্কিন বিশেষজ্ঞের
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২০
- / ১৫৩০ বার পড়া হয়েছে
চীন এবং রাশিয়ার তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি বলেছেন, চীন এবং রাশিয়ার তৈরি কোনও ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে ব্যবহারের সম্ভাবনা নেই। কারণ এ দুই দেশের নিয়ন্ত্রক ব্যবস্থা পশ্চিমের তুলনায় অনেক বেশি অস্বচ্ছ।
মার্কিন কংগ্রেসের শুনানিতে অংশ নিয়ে শুক্রবার তিনি বলেন, কাউকে ভ্যাকসিন দেয়ার আগে চীন রাশিয়া এর প্রকৃত পরীক্ষা চালাবে। পরীক্ষার আগেই ভ্যাকসিন বিতরণ করার জন্য প্রস্তুতির দাবি করা, সবচেয়ে বড় সমস্যা। ভ্যাকসিন চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুর দিকে পাওয়া যেতে পারে বলে মন্তব্য করেছেন ফাউসি। এদিকে, এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মারা গেছেন ৬ লাখ ৭৯ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত হয়েছেন অন্তত ১ কোটি ৭৯ লাখ মানুষ।