চীনে করোনাভাইরাসে ২ হাজার ২৩৬ মোট আক্রান্ত ৭৫ হাজার ৬৮৫ জন
- আপডেট সময় : ০২:৪২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
চীনে বৃহস্পতিবার করোনাভাইরাসের মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো ১১৮ জন। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৩৬ জন। আর দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৭৫ হাজার ৬৮৫ জন।
শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে হুবেই স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চীনে বেশিরভাগ মৃত্যুর ঘটনা প্রদেশটির রাজধানী উহানে, যেখানে ডিসেম্বরে ভাইরাসটি প্রথম উৎপত্তি। বৃহস্পতিবার ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে এক হাজার ৯ জন। এদিকে এই ভাইরাসে চীনের বাইরে মৃত্যু হয়েছে ১১ জনের। আর ২৯টি দেশে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় এক হাজার। করোনাভাইরাসে দক্ষিণ কোরিয়ায় প্রথম একজনের মৃত্যু হয়েছে। আতঙ্কে ২৫ লাখ অধিবাসীর দেয়াগু শহরের শপিং মল এবং সিনেমা হলগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। সবাই নিজ বাসায় অবস্থান করছেন। তারপরও একদিনে নতুন রোগী বেড়েছে ৫২ জন। অন্যদিকে, জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস বলেন, নতুন আক্রান্তের সংখ্যা কমতে থাকা উৎসাহব্যঞ্জক। তবে এই প্রবণতা অব্যাহত থাকবে কিনা তা বলার সময় আসেনি। আর পাকিস্তানে নিযুক্ত চীনের কনস্যুলেট জেনারেল, মার্চের শেষ নাগাদ ভাইরাসটির সংক্রমণ শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন।