চীনে বারবিকিউ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জন নিহত হয়েছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
চীনে বারবিকিউ রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণে ৩১ জন নি-হত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। গতকাল রাতে চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে আজ এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন। নিংজিয়া অঞ্চলের রাজধানী ইনচুয়ানের বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণটি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক হওয়ার কারণে হয়েছে বলে জানিয়েছেন চীনের বার্তা সংস্থা সিনহুয়া। সিনহুয়া আরও জানায়, বিস্ফোরণের পর আগুনে দগ্ধ হয়ে এবং ভাঙা কাঁচের আঘাতে আহত সাতজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।