চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’
- আপডেট সময় : ০৬:৪৩:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চীনের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী টাইফুন ‘চ্যানথু’। ক্ষয়ক্ষতি এড়াতে দেশটির সাংহাই শহর এবং আশপাশের এলাকার স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে উড়োজাহাজ, পাতালরেল ও ট্রেন চলাচল। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটারের বেশি বলে জানিয়েছে সাংহাই শহর কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যার দিকে দুর্বল হতে থাকে সুপার টাইফুন। একইসঙ্গে উপকূলে ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। চীনের আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ের কিছু এলাকায় ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, প্রদেশটির কিছু শহরে রেল সেবা ও ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে। ঝেজিয়াংয়ের নয়টি জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।