চীনের নভেল করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের চামড়া শিল্প খাতে
- আপডেট সময় : ১০:১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
চীনের নভেল করোনা ভাইরাসের প্রভাব পড়েছে দেশের চামড়া শিল্প খাতে। ব্যবসায়ীসহ কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এই শিল্পের ভবিষ্যত নিয়ে তৈরী হয়েছে শংকা। চীন হঠাৎ আমদানী বন্ধ করে দেয়ায় সংকট মোকাবেলায় নতুন উৎস খুঁজছে চামড়া শিল্পের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো।
শিল্পের পূর্ণ রুপ দিতে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের হরিণধরায় স্থানান্তর করা হয় চামড়া শিল্পনগরী। তবে ট্যানারী শিল্পের কার্যক্রম শুরু হলেও সেন্ট্রাল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি পরিপূর্ণভাবে চালু করতে না পারায় ইউরোপ-আমেরিকার দেশগুলো মুখ ফিরিয়ে নেয়। এরপর চীনের বাজারই হয়ে উঠে এ খাতের অন্যতম বাজার। চামড়া ও চামড়াজাত পণ্যের ৬৫ শতাংশ পণ্যই দেশটিতেই রপ্তানী করা হয়। তবে, সাম্প্রতি চীনে মহামারী আকার ধারন করা নভেল করোনাভাইরাসের প্রভাব আছড়ে পড়েছে দেশের চামড়া শিল্পে। পণ্য রপ্তানী না হওয়ায় এরইমধ্যে পণ্যের স্তুপ জমেছে ট্যানারীগুলোতে।
চীনা বায়াররা না আসায় বাজারে টিকে থাকা নিয়েই শংকা প্রকাশ করেছেন ট্যানারী মালিকরা।
পরিরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সমস্যা নিরুপণসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পারস্পাররিক সমন্বয়ের কথা জানালেন চামড়াখাত শিল্প সংগঠনের এই শীর্ষ নেতা।
বর্তমান পরিস্থিতিতে শংকা থাকলেও নতুন উৎস সৃষ্টির মাধ্যমে ফের বাজারে ফিরবে দেশের অন্যতম রপ্তানী আয়ের খাত চামড়া শিল্প, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।