চীনের পশ্চিমাঞ্চলে বন্যায় ১৬ জনের মৃত্যু : নিখোঁজ ৩৬ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
চীনের পশ্চিমাঞ্চলে ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩৬ জন।
বুধবার গভীর রাতে কিংহাই প্রদেশের দাতং হুই এবং তু স্বায়ত্তশাসিত কাউন্টিতে ভারী এবং আকস্মিক বর্ষণ শুরু হয়েছিল। যার ফলে বন্যা এবং ভূমিধসের সূত্রপাত হয়েছে। নদীগুলো গতিপথ পরিবর্তন করে গ্রাম ও শহর প্লাবিত করেছে। প্রবল বন্যা ও বৃষ্টিপাতের কারণে ওই দুই অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে, বন্ধ হয়ে গিয়েছে স্থানীয় শিল্প কারখানা। বন্যায় আক্রান্ত হয়েছে ছয় হাজার দুইশ’র বেশি মানুষ। স্থানীয় সরকার ২ হাজার জনের একটি উদ্ধারকারী দল এবং ত্রাণকার্য পরিচালনার জন্য ১৬০ টিরও বেশি যানবাহন পাঠিয়েছে।