চীনের বিনিয়োগে বাংলাদেশে চালু হচ্ছে প্লাজমা সংরক্ষণ সেন্টার
- আপডেট সময় : ০৭:২৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
চীনের মালিকানাধীন ওরিক্স বায়োটেক লিমিটেড বাংলাদেশে ৩ শ মিলিয়ন ডলার বিনিয়োগে প্লাজমা সংরক্ষণ সেন্টার চালু করতে যাচ্ছে। যেখানে প্রায় ২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে – এমন আশা ব্যক্ত করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পুলক।
তিনি বলেন দশ বছরের ট্যাক্স হলিডে, ডেভেলপারদের জন্য ১০ বছরের ট্যাক্স ফ্রি সুবিধা, ডিউটি ফ্রি মেশিন আমদানির সুবিধা এবং শতভাগ বিদেশি মালিকানায় বিনিয়োগ সুবিধার কারনে বাংলাদেশে এখন বিনিয়োগকারীরা আসতে শুরু করেছেন । রাজধানীর আইসিটি মিলনায়তনে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, ওরিক্স বায়োটেক লিমিটেড ও সামিট টেকনোপলিস লিমিটেডের মধ্যে ত্রি-পক্ষীয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপন সংক্রান্ত এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুসহ সংশ্লিষ্টরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন ।