চীনের ভ্যাকসিন দেয়া হবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:২৮ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দেশে চীনের ভ্যাকসিন আসা মাত্রই অগ্রাধিকার ভিত্তিতে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তা দেয়া হবে। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকশেষে সাংবাদিকদের একথা জানান, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কয়েক লাখ শিক্ষার্থী রয়েছে। তাদের নিয়ম মাফিক ভ্যাকসিন দেয়া হবে। এক্ষেত্রে যারা নিবন্ধন করেছে তাদের অগ্রাধিকার দেয়া হবে। তিনি বলেন, টিকার প্রাপ্যতা নিশ্চিত হলেই আবার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, সীমান্ত এলাকায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে। এজন্য কারিগরি কমিটির পরামর্শ মেনে, সীমান্তবর্তী ৭ জেলাতেই দ্রুত সর্বাত্মক বিধিনিষেধ দেয়া হবে। এছাড়া যেসব জেলায় করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী সেখানে স্থানীয় প্রশাসনকে কঠোর বিধিনিষেধ জারির পরামর্শ দেয়া হয়েছে।