চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে ব্যতিক্রমী ফটো গ্যালারিসহ লাইব্রেরি
- আপডেট সময় : ০২:৩২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ১৭১০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু ও বাংলাদেশ যে এক সুতোয় বাঁধা তা প্রকাশ পেয়েছে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে তৈরী ফটো গ্যালারী থেকে। ১২শ’ বর্গফুট আয়তনের জায়গায় শোভা পেয়েছে ১৯৪৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানান ঘটনাবলীর ৩০০টি ছবি। দেশের ইতিহাস, ঐতিহ্য, উন্নয়ন ও সোনার বাংলার কথা বলছে ছবিগুলো। যা দেখতে আসছে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ।
চুয়াডাঙ্গা পুলিশ লাইনের এক পরিত্যক্ত ঘরে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন গড়ে তুলেছেন বঙ্গবন্ধু ও বাংলাদেশ নামে ব্যতিক্রমী ফটো গ্যালারিসহ লাইব্রেরি। যেখানে রয়েছে বঙ্গবন্ধু ও বহির্বিশ্বে বঙ্গবন্ধুর নানা চিত্র, ৭ই মার্চের ভাষণ ও স্বীকৃতিপত্র, স্বাধীনতা ও বঙ্গবন্ধুর সংক্ষিপ্ত জীবনী, রক্তাক্ত ৭১, মুক্তিযুদ্ধ ও আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভূমিকা, চুয়াডাঙ্গার মহান মুক্তি সংগ্রাম এবং ডিজিটাল বাংলাদশ নির্মাণে প্রধানমন্ত্রীর ভূমিকার ছবি ও তথ্য। রয়েছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর পরিবারের ছবি। আছে রাজারবাগ পুলিশ লাইন্সে ‘৭১’এর ২৫ মার্চের বেতার বার্তা প্রেরণর যন্ত্র। জেলা শিক্ষা অফিসার জানান, সঠিক ইতিহাস জানার অন্যতম একটি গ্যালারী এটি ।
এর আগে প্রশাসনের অনেক কর্মকর্তা চুয়াডাঙ্গায় এসেছেন। কিন্তু কেউই মুক্তিযোদ্ধাদের নিয়ে ভাবেনি।
এখানকার ছবিগুলো বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে কথা বলে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দায়বদ্ধতার জায়গা থেকে এই গ্যালারি করেছেন বলে জানালেন পুলিশ সুপার। দ্রুত এটি উন্মুক্ত করার মাধ্যমে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সম্পর্কে জানার সুযোগ পাবে নতুন প্রজন্ম এমনটাই প্রত্যাশা চুয়াডাঙ্গাবাসীর।