চুরির ঘটনায় ইউএনও’র উপর হামলা বিশ্বাসযোগ্য নয়
- আপডেট সময় : ০৭:১৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
ইউএনওর বাসায় কথিত চুরির ঘটনায় হামলার তথ্য মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। কী কারণে তার ওপর এমন নৃশংস হামলা হয়েছে, তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সকল গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অন্যদিকে কক্সবাজারে মেজর (অব.) সিনহা হত্যার তদন্ত যৌথভাবে হচ্ছে বলেও জানান তিনি।
সম্প্রতি ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামলার ঘটনায় দেশবাসী ও মাঠ প্রশাসন বেশ নড়েচড়ে বসেছে। অন্যদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার জটও এখনো খোলেনি। এ দুটি বিষয় ছাড়াও সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আলোচনা হয়।
বৈঠকের পর কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ইউএনওকে হামলার ঘটনার পেছনের রহস্য ও এর সঙ্গে জড়িত গডফাদারদের খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, এই ঘটনায় সারাদেশে ইউএনওদের বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে যেন নিরাপত্তা নিশ্চিত হয়।
অন্যদিকে সিনহা হত্যার ঘটনায় প্রতিবেদন সম্পর্কে কিছু না জানালেও যৌথ তদন্ত চলমান বলেও জানান আ ক ম মোজাম্মেল হক।