চুয়াডাঙ্গার একটি কবরস্থান থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
নিখোঁজের ২৬ দিন পর চুয়াডাঙ্গার একটি কবরস্থান থেকে তৃতীয় শ্রেণীর ছাত্র আবু হুরায়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করা হয়েছে বলে জানায় পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহারে অভিযুক্তদের শনাক্ত ও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, ১৯ জানুয়ারি বিকেলে আবু হুরায়রা গ্রামের শিক্ষক রঞ্জুর কাছে প্রাইভেট পড়তে যায়। এরপর থেকে নিখোঁজ হয় সে। ২৬ জানুয়ারি হুরায়রার পিতা বাদী হয়ে শিক্ষক রঞ্জুসহ ৫ জনের নাম উল্লেখ করে সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন। ২৯ জানুয়ারি অজ্ঞাতস্হান থেকে হুরায়ার বাবার কাছে মুক্তিপণ বাবদ চিরকুট দিয়ে ১০ লাখ টাকা দাবি করে। পরে ১ ফেব্রুয়ারি চিরকুটে মোবাইল নাম্বার দেয়। এসএমএস দিয়ে পুনরায় চাঁদা দাবি করে।পরে চিরকুট ও মোবাইল নাম্বার পুলিশকে দেয়া হলে অভিযুক্ত শনাক্তে মাঠে নামে পুলিশ।