চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৩২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক অমেদুল হোসেন নিহত হয়েছে। নিহতের মরদেহ ফেরত ও প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হয়েছে। আহ্বান করা হয়েছে পতাকা বৈঠকের।
এলাকাবাসী জানান, ভোরে জেলার দামুড়হুদায় অমেদুল কয়েকজ সঙ্গীসহ ঠাকুরপুর সীমান্তের ৮৯ নং মেইন পিলারের কাছ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের হুদাপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে অমেদুল হোসেন ঘটনাস্থলে নিহত হন। অন্য সহযোগীরা অন্যরা পালিয়ে প্রাণে বেঁচে যান। চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ খালেকুজ্জান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।