চুয়াডাঙ্গার সড়কগুলোতে শৃঙ্খলা ফিরছেই না
- আপডেট সময় : ০১:৪৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার সড়কগুলোতে শৃঙ্খলা ফিরছেই না। ফলে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। বাড়ছে জনদূভোগ। বেপরোয়াভাবে ইজিবাইক ও বাস-ট্রাকের নৈরাজ্যে কোণঠাসা সাধারণ পথচারীরা। প্রধান সড়কে যত্রতত্র যাত্রী ওঠানো নামানোতে যানজট বাড়ছে কয়েকগুণ। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। জেলায় বাস টার্মিনাল থাকা সত্বেও যেখানে সেখানে বাস স্টপেজে ক্ষুব্ধ বিরক্ত স্থানীয়রা। এ অবস্থায় বাস মালিকরা দূষছেন ইজিবাইক চালকদের। আর স্থানীয় প্রশাসন বলছে, যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ইজিবাইক ও বাস-ট্রাকের দখলে চলে যায়। ইজিবাইক ও বাসের থামা চলায় অনেক অনিয়ম । ব্যস্ততম সড়কে নৈরাজ্যের ফলে যানজট চিরচেনা রূপ।
যেখানে সেখানে গাড়ি পার্কিং ও ব্যবসায়ীরা মালামাল রেখে রাস্তা দখল করায় দুর্ভোগের মাত্রা বেড়েই চলেছে। বড় যানের সঙ্গে পাল্লা দিয়ে নিয়ম ভাঙতে মরিয়া ইজিবাইক, সিএনজি, রিক্সা ভ্যান। জেলায় বাস টার্মিনাল আছে, তবুও শহর ব্যবহৃত হচ্ছে অলিখিত টার্মিনালে। সড়কের দুধারেই থাকছে বাস ট্রাকের লম্বা সারি।
সড়কে অবৈধ যান বন্ধের দাবিতে বেশ কয়েকবার আন্দোলনের হুমকি দিয়েও নির্বিকার বাস মালিক সমিতির কর্মকর্তারা। ট্রাফিক বিভাগ বলছে, যানজটমুক্ত রাখতে শহীদ হাসান চত্বর ও সদর হাসপাতাল সড়ক মেরামতের কাজ চলছে।
আর স্থানীয় প্রশাসন বলছে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এর আগেও বেশ কয়েকবার উদ্যোগ নেয়া হয়েছিল। তবে করোনা পরিস্থিতিতে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়নি। যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি জেলাবাসীর।