চুয়াডাঙ্গায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ
- আপডেট সময় : ০৪:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে নৌকা ও আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছেন।
এসময় দুই পক্ষের নির্বাচনী অফিসে আগুন ও ভাংচুর , মাইক্রোবাস ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ১জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, গতরাতে তিতুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের কর্মীরা নির্বাচনী শোডাউন শেষে তিতুদহ পাড়ায় অবস্থান করছিলেন। এ সময় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শুকুর আলীর কর্মীরা তাদের উপর দেশিয় অস্ত্র ও লাঠি নিয়ে হামলা করে। এতে স্বতন্ত্র প্রার্থীরে ৪ কর্মী আহত হন। এসময় ভাংচুর ও অগ্নিসংযোগ করা তাদের নির্বাচনী অফিসে। এছাড়া একটি মোটরসাইকেল এবং দু’টি মাইক্রোবাস ভাংচুর করে। পরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীরাও নৌকা নির্বাচনী অফিসে হামলা চালায়। এতে নৌকার ৫ কর্মী আহত হন।