চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত বিজিবি সোর্স
- আপডেট সময় : ০৬:২৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় দামুড়হুদার নাস্তিপুরে বিজিবির সোর্সকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সুনামগঞ্জ ও পটুয়াখালীতে নিহত হয়েছেন আরো দুইজন।
গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় হজরত আলী নামের ওই বিজিবি সোর্সের। দর্শনা থানার ওসি জানান, ঘুমন্ত অবস্থায় হয়রত আলীকে গুলি করে দুর্বৃত্তরা। ঘটনা তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
পারিবারিক কলহের জেরে সুনামগঞ্জের ছাতকে তাছলিমা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। উপজেলার নোয়ারাই ইউনিয়নে আজ বৃদ্ধাকে উপর্যুপরি ছুরি মেরে পালিয়ে যায় তার নাতি হৃদয় ও মুন্না। ঘটনায় নিহতের পুত্রবধূ রানী বেগমকে আটক করা হয়েছে।
এদিকে, পটুয়াখালীর কলাপাড়ায় মুখোশধারীর ছুরিকাঘাতে বশির হাওলাদার নামের এক যুবক খুন হয়েছেন। গেলো সন্ধ্যায় ওই মুখোশধারী তার বাম বুকে ও বাম হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে, কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।