চুয়াডাঙ্গায় প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে
- আপডেট সময় : ০৪:৩৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় প্রতিদিনই করোনায় মৃত্যু ও শনাক্তের নতুন নতুন রেকর্ড হচ্ছে। চিকিৎসক ও নার্স সংকটে হাসপাতালে সেবা পাওয়া কঠিন হয়ে পড়েছে। দেখা দিয়েছে অক্সিজেনের ঘাটতি। হাসপাতালে নেই আইসিইউ। তবে, সাধ্যমতো চিকিৎসা দিচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গায় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে জ্বর, সর্দি ও কাশি। কোনোভাবেই আক্রান্তের হার ঠেকানো যাচ্ছে না। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। বর্তমানে প্রায় দু’হাজার করোনা রোগী সনাক্ত হয়েছে। অক্সিজেনের অভাবে প্রতিদিন ১০/১৫ জন রোগী মারা যাচ্ছে। স্বজন হারানোর হাহাকারে হাসপাতালের পরিবেশ ভারি হয়ে উঠেছে।
এদিকে, করোনার নমুনা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। রিপোর্ট পেতে লাগছে ৪/৫ দিন।
ডাক্তার-নার্সদের ডেকেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করছেন, রোগীর স্বজনরা।
গত ১০ দিনে করোনা ও উপসর্গে শতাধিক মানুষ মারা গেছে। দেড়’শ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রায় দু’শ রোগী ভর্তি থাকছে বলে জানান, সিভিল সার্জন। সবাইকে স্বাস্থবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।