চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা প্ররোচণা মামলার আসামি গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্রী মাসুমা খাতুন আত্মহত্যায় প্ররোচণা মামলার আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে জেলার আলমডাঙ্গা মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আবুল কালাম চুয়াডাঙ্গার আরামপাড়ার মোবারক হোসেনের ছেলে। পুলিশ জানায়, রোববার নিজ বাড়িতে মাদ্রাসা ছাত্রী মাসুমা খাতুন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। এ ঘটনায় ছাত্রীর বাবা আমিনুল ইসলাম বাদী হয়ে আবুল কালামকে আসামী করে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার সকালে রেলস্টেশন সংলগ্ন চায়ের দোকান পরিষ্কার করতে যান তার মেয়ে। সেখানে তাকে একা পেয়ে কালাম আবারও উত্ত্যক্ত করতে শুরু করেন। জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।