চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক পুলিশ সদস্য নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আবু বক্কর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
পুলিশ জানায়, দুপুরে ব্যাংক থেকে টাকা তুলে কর্মস্থলে ফিরছিলেন আবু বক্কর। এসময় তার মোটরসাইকেল অন্য একটি মোটরসাইকেলকে দ্রুত পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে গরু বোঝাই একটি অটোরিক্সা চাপা দিলে গুরুতর আহত হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। নিহত পুলিশ সদস্য দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।