চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসর থেকে বিদায় নিলো চেলসি
- আপডেট সময় : ০১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসর থেকে বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন চেলসি। কোয়ার্টারের দুই লেগ মিলিয়ে রিয়ালের কাছে ৫-৪ গোলে হেরে ছিটকে যায় ব্লুজরা। দ্বিতীয় লেগে রিয়ালের জালে তিন গোল দিয়ে স্বাগতিকদের কোনঠাসা করে রাখে চেলসি। খাদের কিনারা থেকে কোনোমতে ঘুরে দাঁড়ায় রিয়াল। অতিরিক্ত সময়ে ভিনিসিউস-বেনজেমারের নৈপূণ্যে শেষ চারে নাম তোলে স্প্যানিশ জায়ান্টরা। এদিকে ২-১ অগ্রগামী বায়ার্নকে বিদায় করে শেষ চারে ভিয়ারিয়াল।
এমন চিত্রনাট্য কে ভেবেছিল? কেউ ভাবুক আর না ভাবুক ছবির সফল মঞ্চায়ন রিয়াল মাদ্রিদের। শেষ ১২ মৌসুমে দশমবার চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে লস ব্লাঙ্কোস। সেই সঙ্গে গত আসরে সেমি থেকে বিদায়ের প্রতিশোধটাও নেয়া হলো সফলতম দলটির। ফিরতি লেগে ৩-২ গোলে জিতেও চেলসির বিদায়।
তবে বার্নাব্যুতে গল্পের শুরুটা ছিল চেলসির। প্রথম লেগে ৩-১ গোলে পিছিয়ে থাকায় আক্রমনাত্বক দ্যা ব্লুজ। ১৫ মিনিটে ম্যাসন মাউন্টের বুলেট গতির শটে চেলসির লিড।
আধিপত্য ধরে রেখে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান অ্যান্তোনি রুডিগার। তার হেডারে দুই লেগ মিলিয়ে সমতায় চেলসি।
পরক্ষনেই বার্নাব্যু স্তব্ধ মার্কোস আলোনসোয়। তবে, ভিএআরে রক্ষা পায় কার্লো আনচেলত্তি শিষ্যরা। টিমো ভের্নার অবশ্য সেই স্বস্তি বেশিক্ষন স্থায়ী হতে দেননি। শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে যায় টুখেল শিষ্যরা।
গল্পের শুরুটা চেলসির হলে শেষটায় রিয়াল মাদ্রিদ। লুকা মদ্রিচের ব্রিলিয়ান্ট পাসে রদ্রিগোর অসাধারন ফিনিশিং। অ্যাগ্রিগেটে দু’দলের স্কোর সমানে সমান।
অ্যাওয়ে গোলের সুবিধা না থাকায় অতিরিক্ত সময়ে ম্যাচ। যেখানে প্রথম লেগে হ্যাটট্রিকের পর দ্বিতীয় লেগেও রাজার বেশে কারিম বেনজেমা। ফরাসী তারকার হেডারে রেকর্ড ১৪তম শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।
চমক বলতে হবে বায়ার্ন মিউনিখ-ভিয়ারিয়াল ম্যাচকেও। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা বায়ার্ন, ঘরের মাঠেও ছিলো বিবর্ণ। ফিরতি লেগে ১-১ গোলের ড্র কপাল পোড়ে জার্মান ক্লাবটির। দুই লেগ মিলিয়ে ২-১ গোলে জিতে ২০০৬ সালের পর প্রথমবার সেমিফাইনালে জায়গা করে নেয় ভিয়ারিয়াল।