ছদ্মবেশে বাসা-বাড়িতে ডাকাতি : সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার
- আপডেট সময় : ০৯:১১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
সিএনজি চালক, রঙ মিস্ত্রি, ফুড ডেলিভারী, সব্জি বিক্রেতা সেজে বিভিন্ন বাসা-বাড়িতে ডাকাতি করতো তারা। এমন সংঘবদ্ধ চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিদেশি বন্দুক, সিএনজি চালিত অটোরিক্সা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি’র যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। ডাকাত দলের মূল হোতাসহ অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
ঢাকার মোহাম্মদপুরের বসিলায় একটি বাসভবনে ডাকাতির প্রস্তুতিকালে বাধার মুখে পড়ে ডাকাত দল। এরপর মোহাম্মদপুর থানার মামলা ও সিসিটিভি’র ফুটেজ পর্যালোচনা করে আন্তজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করে তেজগাঁর মহানগর গোয়েন্দা বিভাগ। জিজ্ঞাসাবাদে উঠে আসে চাঞ্চল্যকর নানা তথ্য।
মোহাম্মদপুরে এক ব্যবসায়ীর বাসায় ও কেরানীগঞ্জে ডাকাতির ঘটনা পর্যালোচনায় শনাক্ত করা হয় চক্রটিকে। মহানগর গোয়েন্দা পুলিশের সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় সেই রহস্য।
দিনের বেলায় সিএনজি চালক, রং মিস্ত্রি ও ফুড ডেলিভারীর নামে বিভিন্ন বাসা-বাড়ী রেকি করে রাতের বেলায় ডাকাতি করে হাতিয়ে নিতো সর্বস্ব।
১৪/১৫ সদস্যের এই ডাকাত দলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ৮টি মামলা রয়েছে উল্লেখ করে যুগ্ম কমিশনার জানান, দলের মূল হোতা সাদ্দামসহ বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।