ছয়টি ইসলামি দলের সমন্বয়ে লিবারেল ইসলামিক জোটের আত্মপ্রকাশ
- আপডেট সময় : ০৭:৫২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ভোটের আগেই ছয়টি ইসলামি দলের সমন্বয়ে লিবারেল ইসলামিক জোট নামে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটেছে। জঙ্গিবাদ ও উগ্রপন্থীদের রুখতে এবং সরকারের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে এই জোট গঠন করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথাও জানান জোটের নেতা মিছবাহুর রহমান চৌধুরী। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সকল দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্টু নির্বাচন চান তারা।
আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠে চলছে নানা সমীকরণ। তারই অংশ হিসেবে সরকার সমর্থিত সমমনা ছয়টি ইসলামী দলের সমন্বয়ে আত্ম প্রকাশ করেছে লিবারেল ইসলামীক এলায়েন্স।
বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, আশিক্কীনে আউলিয়া পরিষদ, বাংলাদেশ জনদল, কৃষক শ্রমিক পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি
জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নতুন জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জোটের কো-চেয়ারম্যান ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী তাদের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরার পাশাপাশি আগামী নির্বাচন নিয়েও কথা বলেন।
এসময় দলমত নির্বিশেষে সকলকে জোটে যোগ দেয়ার আহবান জানান চেয়ারম্যান ড. শাহাজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।
সংবাদ সম্মেলনে দ্রব্যমুলের দাম কমানো, ডেঙ্গু প্রতিরোধ কার্যকর ব্যবস্থা গ্রহন, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করাসহ ৭দফা দাবি তুলে ধরে লিবারেল ইসলামীক জোট।