ছাটাইয়ের প্রতিবাদ ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ
- আপডেট সময় : ০৫:৪৫:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আশুলিয়ায় ছাটাইয়ের প্রতিবাদে ও চাকুরিতে পুনর্বহালের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে ছাটাইকৃত বিক্ষুব্ধ শ্রমিকরা। এদিকে, গাজীপুরে বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকরা।
সকালে আশুলিয়ার নরসিংহপুরের তাজপুর এলাকার সিগমা গ্রুপের সিগমা ফ্যাশন লিমিটেডের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। শ্রমিকরা জানায়, ওই কারখানায় প্রায় ১২’শ শ্রমিক কাজ করেন। করোনার কারনে কারখানা বন্ধ দিয়েছিলো এপ্রিলের ৫ তারিখ পর্যন্ত। পরে কারখানা লে-অফ ঘোষণা করে মে মাসের ১ তারিখ পর্যন্ত। পরে কোন ধরনের নোটিশ ছাড়া গতকাল রাতে কারখানা কতৃপক্ষ ৭০৯ জনকে ছাটাই করে দেয়ালে নোটিশ টাঙ্গিয়ে দেয়। খবর পেয়ে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে স্থানীয় এটিএস অটো সোয়েটার কারখানার শ্রমিকেরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ রাখে। শ্রমিকরা জানায়, বকেয়া বেতন না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ করে পালিয়ে গেছে। পরে ঘটনাস্থলে পুলিশ এসে শ্রমিকদের লাঠি পেটা করে সড়ক থেকে সরিয়ে দেয়। এদিকে, গাজীপুরের কালিয়াকৈরেও একই দাবিতে বিক্ষোভ করেছে বাড়ই পাড়ার হ্যাসং বিডি কারখানার শ্রমিকরা।